সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৩

মানুষ কথা প্রবন।  কথা বলতেই মানুষের জন্ম।তাই নয় কি?আমরা কি কথা ছাড়া বাঁচতে পারি?কেও বেশি কথা বলি কেও বা অল্প।কেও হয়ত এত কম কথা বলি যে বাকিরা মনে করে কথাই  বলতে পারি না। কিন্তু কথা সবাই ই  বলি।  পৃথিবীতে এমন ও মানুষ আছে যারা হয়ত একদিন না খেয়ে থাকতে পারবে কিন্তু কথা ছাড়া থাকা দায়। আসলেই তো কথাই  মানুষ কে বাঁচিয়ে রাখে।সুখ যদি আমরা কাওকে না বলি সে সুখের মুল্য কি?আবার যখন দু:খ আসে তখন কারো দুটো কথাই  বাঁচার আশা জাগায়।কথাই অনেক সময় আনন্দ, আবার কথাই  দু:খ।  ছোট্ট  একটা শব্দ 'কথা' কিন্তু  মানে টা  অনেক বড়।  তুচ্ছ কথার ও মুল্য আছে।  অনেক সময় তুচ্ছ  কথার মানেটাই বড় দেখায়।এই কথায় ভুল বোঝাবুঝির সৃষ্ঠি করে আবার কথাই  তা ভাঙ্গায়। কথাই  মানুষ কে বড় করে, কথাই  আবার মানুষ কে নিচে নামায়। কথাতেই সত্য প্রকাশ পায় আবার মিথ্যাও কথার মাধ্যমেই আসে।  সবটা আসলে আমাদের ওপর আমরা কোন কথা মুখ দিয়ে বলার জন্যে বেছে নেব।  কোন কথাটা আমাদের বেক্তিত্ব  কে ফুটিয়ে তুলবে। বুঝে শুনে কথা বলতে হবে। না হলে একটুকু ভুল কথার জন্যে বেক্তিত্তে প্রশ্ন  উঠবে।বিবেক , বুদ্ধি , চেতনা ,জ্ঞান  সব কিছুই কথার মাধ্যমে প্রকাশ পায়  তাই সঠিক কথা তাই বেছে নিতে হবে বলার জন্যে।